এই প্রথম দক্ষিণ কলকাতায় পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড-এর উদ্যোগে ‘একুশে বই উৎসব’
নিজস্ব প্রতিনিধি, এবিপিতকমা, কলকাতা, ১৮ই ফেব্রুয়ারি ২০২১ : আনন্দের সঙ্গে জানাই, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এই প্রথম দক্ষিণ কলকাতায় পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড উদ্যাপন করতে চলেছে ‘একুশে বই উৎসব’। কে.এম.ডি.এ. ও যোধপুর পার্ক উৎসব কমিটির সহযোগিতায় এই উৎসব জুড়ে উদ্যাপন করা হবে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির নানা দিক। উদ্বোধন, আগামী ২১ ফেব্রুয়ারি ২০২১, সন্ধেবেলা।‘একুশে বই উৎসব’ চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন ২টো থেকে রাত ৯টা।স্থান — দক্ষিণ কলকাতার তালতলা মাঠ, ই.ই.ডি.এফ-এর পাশে, সাউথ সিটি মলের কাছে। উদ্বোধন অনুষ্ঠানে আমরা উদ্বোধক হিসেবে আমন্ত্রণ জানিয়েছি পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী তথা সুপরিচিত গ্রন্থকার শ্রীমতী মমতা ব্যানার্জীকে।প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সাহিত্যিক শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়। বিশেষ অতিথি বাংলাদেশের উপহাইকমিশনের মাননীয় উপরাষ্ট্রদূত জনাব তৌফিক হাসান। সম্মাননীয় অতিথি নৃসিংহপ্রসাদ ভাদুড়ি, বাণী বসু, শুভাপ্রসন্ন, মাধবী মুখোপাধ্যায়,
Read more