You cannot copy content of this page

অভিনেত্রী সায়ন্তনীর ভাইফোঁটার তালিকায় সেলিব্রিটিরা, জেনে নিন

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ২৯শে নভেম্বর ২০২০ : দীর্ঘ ১০ বছর ধরে অভিনেত্রী সায়ন্তনী গুহ ঠাকুরতা ভাইফোঁটা দিয়ে আসছেন, আজও একইভাবে সেই ভাইদের পাশে নিয়ে এই লকডাউন পরিস্থিতির মধ্যেও ভাইফোঁটা দিলেন নিজের বাড়িতে। একেই বলে ভাই-বোনের মধুর সম্পর্ক ও বন্ধন। নিজের আত্মীয়দের মধ্যে ভাই ও দাদাদেরও ভাইফোঁটা দিলেন সায়ন্তনী এবং পাশাপাশি ভাইফোঁটা দিলেন দুই সেলিব্রেটিদের।

ঠিকই সেলিব্রিটি বলতে অনেকেই ভাববেন সিনেমা জগত বা ক্রীড়া জগতের মানুষ কিন্তু না সায়ন্তনী এমন দুজন মানুষকে ভাইফোঁটা দিলেন যারা সেলিব্রিটিদের আরও সেলেব করে তোলেন যাদের মধ্যে ছিলেন চিত্রগ্রাহক মৈনাক বিশ্বাস ও শুভ্রজ্যোতি পাল চৌধুরী। এব্যাপারে সায়ন্তনী বলেন শুভ্রজ্যোতিকে আমি ১০ বছর ধরে ভাইফোঁটা দিয়ে আসছি। অনেক পরে অভিনেত্রী দেবপর্নার সাথে বিবাহ সূত্রে বাঁধা পড়েছে। আর মৈনাকদাকে আমি নিজের দাদার মতো দেখি।টলিউড বা বলিউডের কাউকে সেভাবে আমি ভাইফোঁটা দিই না কারণ তাঁরা সকলে আমার বন্ধুর মত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *