You cannot copy content of this page

পি সি চন্দ্র গ্রুপের আয়োজনে ৪র্থ বর্ষের নাট্য উৎসব পি সি চন্দ্র গার্ডেন্সে

তানিয়া সাহা, এবিপিতকমা, কলকাতা, ১৫ই জুন ২০১৯ : সাম্প্রতিক পি সি চন্দ্র গার্ডেন্সে নিবেদিত হল ৪র্থ বর্ষের তিনদিন ব্যাপী নাট্য উৎসব টিউলিপ হলে। এই অনুষ্ঠানে সায়ক, চাকদহ নাট্যগন, প্রাচ্য নিউ আলিপুর তাদের নাটক উপস্থাপনা করেন। সায়ক গোষ্ঠীর উপস্থাপনায় ছিল বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব মেঘনাথ ভট্টাচার্য নির্দেশিত নাটক “প্রেমকথা”। চাকদহ নাট্যগন উপস্থাপন করে সায়িক সিদ্দিকী নির্দেশিত নাটক “ভানু সুন্দরীর পালা”। শেষদিনে ছিল প্রাচ্য নিউ আলিপুরের নিবেদন ছিল বিপ্লব ব্যানার্জি নির্দেশিত “খেলাঘর”। এই নাটকে অভিনয় করেন দেবশংকর হালদার, চৈতি ঘোষাল, অঞ্জনা বসু-র মত বিখ্যাত শিল্পীরা। তিনদিনের অনুষ্ঠানের অভিষেকে ছিলেন নাট্য জগতের বর্তমানে প্রবাদ মানুষ বিভাস চক্রবর্তী। প্রচারে : পিনাকেল কমিউনিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *