You cannot copy content of this page

লকডাউনে ৮ মিঃ প্রেমের সন্ধানে অনির্বান নির্দেশিত “হিট” শর্ট ফিল্মে সুদীপ্তা, ঈশান

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ১৩ই জুন ২০২০ : করোনার দয়ায় লকডাউন বজায় থাকলেও আনলক ১ ঘোষণা হয়েছে। এতদিন টলিপাড়ার সব শুটিং একেবারেই বন্ধ ছিল। টেলিভিশন চালালে সেই পুরানো সিরিয়ালের রিপিট টেলিকাস্ট দেখতে হচ্ছিল সবাইকে।তারই মাঝে এই লকডাউন বা করোনার সচেতনতা নিয়ে ছোট ছোট ছবি তৈরি করেছেন অনেক নির্দেশক।মানুষ একটু নতুন স্বাদ খুঁজছে তাই ডিজিটাল প্ল্যাটফর্মে দেখছে বাড়িতে বসে অবসর সময়ে। দিন থেকে রাত পুরোটাই এখন সকলের কাছে অবসর সময়।

Advertisement

নির্দেশক অনির্বান চক্রবর্তী নিজের লেখা গল্পের চিত্রনাট্যের উপর তৈরি করল এক ভিন্ন স্বাদের শর্ট ফিল্ম “হিট”। ছবিতে অভিনয় করেছেন সুদীপ্তা চক্রবর্তী, নমিতা চক্রবর্তী, অর্করঞ্জন ভট্টাচার্য ও অতিথি শিল্পী ঈশান মজুমদার। কোন শুটিং স্পটে নয়, কোন স্টুডিও ফ্লোরেও নয়, কোন ক্যামেরাম্যান ছারাই একেবারে যা যার বাড়িতে বসে নিজেরাই শ্যুট করে হয়েছে “হিট”।আমরা জানি প্রেম করতে গেলে কম করে দুজনকে তো লাগেই আবার কখনও তিনজনকেও লাগতে পারে। যেখানে এক প্রেমিক আর দুই প্রেমিকা বা এক প্রেমিকা আর দুই প্রেমিক। কিন্তু “হিট” একটা একপেশে প্রেমের গল্প হলেও বলা যেতে পারে এখানে একটা ত্রিকোণ প্রেম আছে।মাত্র ৮ মিনিটে প্রেম শেষ যেখানে প্রেমিকার প্রতি প্রেমিকের আছে সব ধরনের অনুভূতি ও ছোঁয়া।ছবির শেষটা যদিও বিশাদময় কিন্তু দর্শকেদের পেটে হাত দিয়ে হাঁসতে হবে। করোনার সংক্রমণের জন্য মৃত্যুর ঘটনাকে ভুলে সকলকে হাঁসতে হবেই।তবে একবার দেখেই নিন নীচের লিঙ্কে ক্লিক করে, “হিট” কি বলছে? ছবির সঙ্গীতে রয়েছেন অরিজৎ এবং গীতিকার শুভজ্যোতি ভদ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *